২৬ ফেব্রুয়ারির পর আর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না

কভিড-১৯ টিকা
স্টার ফাইল ছবি

আগামী ২৬ ফেব্রুয়ারি করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নেওয়ার শেষ দিন। এরপর আর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না।

আজ বুধবার জাতীয় করোনা টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্সের সদস্য সচিব ডা. শামসুল হক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, '২৬ ফেব্রুয়ারি হবে প্রথম ডোজ টিকা দেওয়ার শেষ তারিখ। তবে এর আগে যত বেশি সম্ভব মানুষকে আমরা টিকার আওতায় আনতে চাই।'

তিনি জানান, প্রতিটি ইউনিয়ন, উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকায় অতিরিক্ত টিকাদান কেন্দ্র থাকবে।

১২ বছর বা তার বেশি বয়সী যে কেউ এখন থেকে দেশব্যাপী যেকোনো কেন্দ্রে কোনো রেজিস্ট্রেশন বা নথিপত্র ছাড়াই প্রথম ডোজ করোনা টিকা নিতে পারবেন।

এ ছাড়াও, ২৬ ফেব্রুয়ারি সারাদেশে অন্তত ১ কোটি মানুষকে টিকা দিতে একটি বিশেষ প্রচারাভিযান হবে। এরপর থেকে প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ থাকবে।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

5h ago