৮০০ জন নিবন্ধন করে টিকা পেলেন ২৬৬ জন

দিনাজপুরের বিরল উপজেলায় একটি টিকা কেন্দ্রে মানুষের ভিড়। শেষ পর্যন্ত টিকা না পেয়ে তাদের অনেকেই ফিরে গেছেন। ছবি: স্টার

করোনাভাইরাসের টিকা নিতে দিনাজপুরের বিরল উপজেলার ফরকাবাদ ইউনিয়ন পরিষদে আজ সকাল থেকে ভিড় করেছিলেন শত শত মানুষ। তাদের মধ্যে বেশিরভাগ মানুষকেই ফিরে যেতে হয়েছে টিকা না নিয়েই।

ফরকাবাদ ইউনিয়ন পরিষদের সচিব আবু সাহাদাত রিপন দ্য ডেইলি স্টারকে বলেন, ফরকাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বুথে সকাল থেকে প্রায় আট শ নারী-পুরুষ নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে টিকা পেয়েছেন ২৬৬ জন।

এখানে বুথের দায়িত্বে থাকা কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার হারুন উর রশিদ বলেন, শুরুর দুই ঘণ্টার মধ্যে টিকা শেষ হয়ে যায়। টিকা না পেয়ে অনেকেই ফিরে গেছেন।

টিকা নেওয়ার জন্য এই ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে মাইকে প্রচার চালানো হয়েছিল।

টিকা দেওয়ার পর কাফিল উদ্দিন (৭৩) বলেন, 'ছেলেদের বলেছিলাম টিকা দিতে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে। শুক্রবার বিকেলে মাইকে শুনলাম এখানে টিকা দেওয়া হবে। তাই একাই চলে এসেছি।'

টিকা নিতে আগ্রহী মানুষের ভিড় ছিল বিরলের ধামইল ইউনিয়নেও। এখানে দুই ঘণ্টার মধ্যে বরাদ্দের সব টিকা শেষ হয়ে যায় বলে জানান কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার চৈতন্য কুমার রায়। যারা টিকা পানটি তাদের টিকা কার্ড পরে ফিরিয়ে দেওয়া হয়।

রংপুর বিভাগের আটটি জেলায় ৫৩৫টি ইউনিয়নে আজ টিকা দেওয়া হয়। প্রতিটি ইউনিয়নে তিনটি করে বুথে ২৫ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া হয়।

রংপুরের পরিচালক (স্বাস্থ্য) ড. মোহহারুল ইসলাম শুক্রবার গণমাধ্যমকে বলেন, শুক্রবার বিকেলের মধ্যে এই সমস্ত ইউনিয়নের সব বুথ প্রস্তুত করা হয়েছে। প্রতিটি বুথে কমপক্ষে ২০০ জনকে টিকা দেওয়া হবে।

তবে, স্থানীয় স্বাস্থ্য বিভাগ প্রতিটি বুথের জন্য ২৬৬ ডোজ টিকা বরাদ্দ করে। শনিবার সকাল ৯টার দিকে টিকাদান শুরু হয়।

Comments

The Daily Star  | English

NCP rally comes under attack in Gopalganj

Chase and counter-chase were seen between law enforcers and BCL in the area

Now