২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ৫.০৬ শতাংশ

করোনায় আরও একজনের মৃত্যু
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৫ দশমিক ০৬ শতাংশ।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনই পুরুষ। তাদের ১ জন রাজশাহী বিভাগের ও অপরজন ময়মনসিংহ বিভাগের।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৪৬ জন ঢাকা বিভাগের, ১২ জন ময়মনসিংহ বিভাগের, ৩৮ জন চট্টগ্রাম বিভাগের, ৩১ জন রাজশাহী বিভাগের, ১ জন রংপুর বিভাগের ও ১১ জন খুলনা বিভাগের।

এর আগের ২৪ ঘণ্টায়ও ২ জনের মৃত্যু হয়েছিল এবং ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৫ দশমিক ১৪ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৬ হাজার ৮৯৯ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩০২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২টি নমুনা পরীক্ষা করা হয়। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৩৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৪৬ হাজার ৭৬২ জন।

সুস্থতার হার ৯৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৬ শতাংশ।

বাংলাদেশে করোনা প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

Comments

The Daily Star  | English

UN eyes major overhaul amid funding crisis, internal memo shows

It terms "suggestions" that would consolidate dozens of UN agencies into four primary departments: peace and security, humanitarian affairs, sustainable development, and human rights.

2h ago