হাসপাতালে চিকিৎসক না থাকায় রোগীর মৃত্যুর অভিযোগ, ৩ জনকে বদলি  

নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা না পেয়ে এক রোগী মারা গেছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা।
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা না পেয়ে এক রোগী মারা গেছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা।

আজ রোববার সকালের এ ঘটনার পর হাসপাতালের চিকিৎসক দীপ্ত চন্দ্র কুরি, চিকিৎসকের সহকারী ইফতেখার উদ্দিন ও পরিচ্ছন্নতাকর্মী আশরাফ আলীকে ভাসানচর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বদলি করা হয়েছে।

নোয়াখালীর সিভিল সার্জন মাসুম ইফতেখার ও হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মো. নিজাম উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মৃত সালাউদ্দিন মিরন (৫৫) উপজেলার তমরুদ্দি ইউনিয়নের পূর্ব খিরদিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাপ্রহরী ছিলেন তিনি।

সালাউদ্দিনের ছেলে সোহেল রানা বলেন, আজ ভোর পৌনে ৬টার দিকে তার বাবা অসুস্থ হয়ে পড়লে তারা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু এ সময় জরুরি বিভাগে চিকিৎসক বা অন্য কেউ ছিলেন না।

এরপর তিনি তার বাবাকে জরুরি বিভাগে রেখে হাসপাতালের দ্বিতীয় তলায় যান। কিন্তু সেখানেও কোনো ডাক্তার, নার্স বা ওয়ার্ডবয়কে পাননি তিনি। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে তার বাবা সকাল ৮টার দিকে বিনা চিকিৎসায় তার কোলেই মারা যান।

জানতে চাইলে সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, 'তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Comments

The Daily Star  | English

Student politics, Buet and ‘Smart Bangladesh’

General students of Buet have been vehemently opposing the reintroduction of student politics on their campus, the reasons for which are powerful, painful, and obvious.

2h ago