অনলাইনে ব্যবসার জন্য লাগবে নিবন্ধন
দেশের ই-কমার্স খাতকে আরও বেশি নিয়ন্ত্রণের আওতায় আনতে ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর জন্য ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন (ইউবিআইডি) নম্বর চালু করতে যাচ্ছে সরকার।
ব্যবসায়ীরা যারা এফ-কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করেন, অর্থাৎ ফেসবুকে ছোট-বড় যেকোনো ব্যবসা পরিচালনা, পণ্য ও আইটেম বিক্রি করেন তাদেরও ইউবিআইডি পেতে নিবন্ধন করতে হবে।
নিবন্ধন প্রক্রিয়া সহজতর করার জন্য ইউবিআইডি অ্যাপস নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। রোববার সচিবালয়ে অ্যাপটির উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এ ছাড়া, নিবন্ধিত সংস্থার বিরুদ্ধে যেকোনো অভিযোগের সমাধানের জন্য সেন্ট্রাল লজিস্টিক ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) স্থাপন করা হচ্ছে। 'বিনিময়' নামে একটি ডিজিটাল আর্থিক লেনদেন প্ল্যাটফর্ম তৈরির প্রাথমিক কাজও চলছে। 'বিনিময়' অ্যাপের মাধ্যমে যেকোনো বিদ্যমান মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএস) থেকে যেকোনো ব্যাংকে টাকা পাঠানো যাবে।
এই দুটি পরিষেবাও কয়েক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে চালু হবে। সিসিএমএস এবং 'বিনিময়'-এর পরে একটি সেন্ট্রাল লজিস্টিক ট্র্যাকিং প্ল্যাটফর্ম (সিএলটিপি)ও চালু করা হবে।
Comments