রাজবাড়ীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

রাজবাড়ীর পাংশা উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে রুবেল সরদার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজবাড়ীর পাংশা উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে রুবেল সরদার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয় বাসিন্দারা রুবেলকে আটক করে থানায় সোপর্দ করে।

এদিন সকাল ৭টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালীনগর গ্রাম থেকে লিপি বেগমের (২৭) মরদেহ উদ্ধার করে।

রুবেল সরদার ওই গ্রামের ওকুল সরদারের ছেলে।

রুবেলের প্রতিবেশী সোহরাব শেখ জানান, রুবেলের নিদিষ্ট কোনো পেশা ছিল না। তিনি বিভিন্ন ধরনের কাজ করতেন। সংসারে অভাব থাকায় মাঝে মাঝেই তাদের কলহ লেগে যেত।

মো. মাসুদুর রহমান আরও বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আমরা লিপির মরদেহ উদ্ধার করে মায়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠিয়েছি।

Comments

The Daily Star  | English

Heatwave likely to continue for 5 to 6 days: Met office

The prevailing mild, moderate and severe heatwave may continue for five to six days more across the country, according to the Bangladesh Meteorological Department.

22m ago