রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ফরিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ফরিদুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

ফরিদুল ইসলাম রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী হরিণধরা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

তার মরদেহ ভারতে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা।

রোববার ভোরে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পুর্ব কাউয়ারচর সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ১০৫৭- এর কাছে এ ঘটনা ঘটে।

জামালপুর ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলী আনছার বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

লাশ হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। তবে কখন লাশ হস্তান্তর করা হবে, তা এখন পর্যন্ত জানায়নি বিএসএফ।

স্থানীয়রা জানান, রোববার ভোরে ফরিদুল ইসলামসহ ১০-১২ জনের একটি দল গরু পাচারের জন্য পূর্বকাউয়ারচর সীমান্তের সীমানা পিলার ১০৫৭-এর কাছে ভারতের অভ্যন্তরে যায়। এসময় ভারতের ৪৫ ব্যাটালিয়নের কুকুরমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ফরিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

Comments

The Daily Star  | English

Israel will take all of Gaza: Netanyahu

Strikes kill 52 more; WHO chief says 2 million 'starving'

30m ago