এইচএসসি পরীক্ষার কারণে কাল সড়ক অবরোধ করবেন না শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া। ছবি: মুনতাকিম সাদ/স্টার

এইচএসসি পরীক্ষা শুরুর কারণে আগামীকাল রাস্তা অবরোধ না করার ঘোষণা দিয়েছেন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

তবে ১১ দফা দাবিতে কাল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন ও নিহতদের স্মরণে ২ মিনিট নীরবতা পালন করবেন তারা। 

আজ বুধবার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া এ ঘোষণা দেন।

এর আগে, সড়ক দুর্ঘটনার বিচার ও নিরাপদ সড়কের জন্য ১১ দফা দাবি উত্থাপন করে রাজধানীর রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেন বিভিন্ন স্কুল-কলেজের কয়েকশ শিক্ষার্থী।

সেসময় শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না।

Comments