নারায়ণগঞ্জের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর করোনা শনাক্ত

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তার স্ত্রী ডা. সায়মা আফরোজ ইভা আজ সোমবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। নজরুল ইসলাম বাবু ঢাকায় নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে আছেন বলে জানান তিনি।
ডা. সায়মা আফরোজ ইভা দ্য ডেইলি স্টারকে বলেন, 'সংসদ অধিবেশন শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী অধিবেশনে যোগদানের আগে সব সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করাতে হয়। তার অংশ হিসেবে তিনি ১৫ জানুয়ারি নমুনা দেন। রোববার রিপোর্টে পজেটিভ জানানো হয়।'
তিনি বলেন, 'করোনা পজেটিভ জানার পর থেকেই নজরুল ইসলাম বাবু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে আছেন। তিনি সুস্থ আছেন।'
Comments