মানিকগঞ্জ

১৫০ বছরের ঐতিহ্যবাহী গরু ও ঘোড়দৌড় প্রতিযোগিতা, গ্রামীণ মেলা

ছবি: স্টার

মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল ১৫০ বছরের ঐতিহ্যবাহী গরু ও ঘোড়া দৌড় প্রতিযোগিতা। 

স্বরস্বতী পূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও শনিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় দিগ্বিজয়ী ক্লাব। 

ছবি: স্টার

এ উপলক্ষ্যে সেখানে বসে দিনব্যাপী গ্রামীণ মেলা। দূরদূরান্ত থেকে নানা রঙের, নানা আকারের গরু ও ঘোড়া আসে এই প্রতিযোগিতায় অংশ নিতে। 

বিজয়ীদের দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। শত শত নারী-পুরুষ উপভোগ করেন ঐতিহ্যবাহী এই গরু ও ঘোড়ার দৌড় প্রতিযোগিতা।  

করোনা সংক্রমণের কারণে গত ২ বছর এই মেলার আয়োজন করা হয়নি। এবারও তেমন কোনো আনুষ্ঠানিকতা ছিল না। তবে, মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদী সুহাস।
 

Comments