প্রবাসে

যুক্তরাষ্ট্রের ওহাইওতে ৪ জনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। গত ৫ আগস্ট ওহাইও অঙ্গরাজ্যের বাটলার টাউনশিপের একাধিক স্থানে এই ঘটনা ঘটেছে।
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। গত ৫ আগস্ট ওহাইও অঙ্গরাজ্যের বাটলার টাউনশিপের একাধিক স্থানে এই ঘটনা ঘটেছে।

আজ রোববার মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে খুঁজছে পুলিশ।

সংবাদ সম্মেলন করে বাটলার টাউনশিপ পুলিশ প্রধান জন পোর্টার বলেন, 'স্টিফেন মার্লো নামে একজন এই ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তিনি সম্ভবত এখনও সশস্ত্র এবং বিপজ্জনক।'

তিনি বলেন, 'গোলাগুলি ও প্রাণহানির ঘটনা তদন্ত করতে কর্তৃপক্ষকে সহায়তা করছে মন্টগোমারি কাউন্টি শেরিফ অফিস, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং অ্যালকোহল, টোব্যাকো, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো (এটিএফ)।'

তিনি আও বলেন, 'এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত মার্লো ওহাইও থেকে পালিয়েছেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এফবিআই বলেছে, লেক্সিংটন, কেনটাকি, ইন্ডিয়ানাপলিস ও শিকাগো শহরের সঙ্গে অভিযুক্তের সম্পর্ক রয়েছে এবং সে এখন এই শহরগুলোর মধ্যে কোনো একটিতে অবস্থান করতে পারে।'

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত সহিংসতার ঘটনা ব্যাপক বেড়েছে।

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রে এই ধরণের সহিংসতা মহামারিতে রূপ নিয়েছে এবং উত্তর আমেরিকার এই দেশটি বিশেষ এই মহামারির ভয়ংকর অধ্যায়ে রয়েছে।

যুক্তরাষ্ট্রে এ ধরণের সাম্প্রতিক সহিংসতার সবচেয়ে ভয়ংকর ঘটনাটি ঘটে মে মাসে। গত ২৪ মে টেক্সাসের উভালদের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হন।

Comments

The Daily Star  | English

Mercury hits 42.7°C in Chuadanga, season's highest

Chuadanga today recorded the highest temperature of this season at 42.7 degree Celsius

42m ago