মালদ্বীপের কারাগারে বন্দী বাংলাদেশিদের খোঁজ নিল হাইকমিশন

মালদ্বীপের প্রধান কারাগারে বিভিন্ন অপরাধে আটক ও সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের খোঁজ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
মাফুসি কারাগারের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারসহ প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

মালদ্বীপের প্রধান কারাগারে বিভিন্ন অপরাধে আটক ও সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের খোঁজ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

গতকাল বৃহস্পতিবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাফুসি কারাগার পরিদর্শন করে।

রাজধানী মালে থেকে ২৯ কিলোমিটার দক্ষিণে কাফু অ্যাটলে অবস্থিত কারাগারটিতে বন্দী আছেন ৭০ জন প্রবাসী বাংলাদেশি।

বাংলাদেশিদের মধ্যে হত্যা, শিশু নির্যাতন, মাদক, মারামারি ইত্যাদি মামলায় আটক বেশি।

হাইকমিশন ও প্রতিনিধি দল বাংলাদেশি বন্দীদের সঙ্গে দেখা করেন এবং তাদের সমস্যা ও সুযোগসুবিধার খবর নেন। বিশেষ করে চিকিৎসা, খাবার, পোশাক, কারা পরিবেশ বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে।

পরে কারাগার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বন্দীদের উত্থাপিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন প্রতিনিধি দল। এ সময় বন্দীদের প্রাপ্য সুযোগ-সুবিধা যথাযথভাবে দেওয়ার অনুরোধ জানান হাইকমিশনার।

এ সময় হাইকমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান উপস্থিত ছিলেন।

 

লেখক : মালদ্বীপপ্রবাসী সাংবাদিক

Comments