নিউইয়র্কে প্রথমবারের মতো বাঙালির বড়দিন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো উদযাপিত হয়েছে বাঙালির বড়দিন। 'ক্রিসমাস ডে'র প্রাক্কালে সব ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিরা মিলে খ্রিস্টানদের সবচেয়ে বড় এ উৎসবটি উদযাপন করে।
গত শনিবার নিউইয়র্কের উডসাইডের করপাস ক্রিস্টি চার্চে ওয়াইস ম্যান ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট জন ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
সান্তাক্লজের আগমনের মাধ্যমে শুরু হয় বাঙালির বড়দিনের অনন্য আয়োজনটি। এরপর শিশুদের নিয়ে খেলা, ফ্যামিলি গেইম শো, ক্রিসমাস ম্যাস, ক্রিসমাস ক্যারল, পারস্পরিক সম্মিলন, কেক কাটা শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মাধ্যমে শেষ হয় বড়দিন উৎসব।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে নিউইয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মনজুর আহমদ, মুহাম্মদ ফজলুর রহমান, নিনি ওয়াহেদ, হাসান ফেরদৌস, এটর্নি মঈন চৌধুরী, শিতাংশু গুহ, রতন তালুকদার, হোসনে আরা, ইব্রাহিম চৌধুরী খোকন, ওয়াইস ম্যান ইন্টারন্যাশনাল ইউএসএর এরিয়া প্রেসিডেন্ট সাজু শ্যাম, উৎসবের আহ্বায়ক সুখেন জোসেফ, নর্থ আটলান্টিক রিজিওনাল ডিরেক্টর করাশন ভার্গিস, ফ্লোরাল পার্ক ক্লাবের প্রেসিডেন্ট, জ্যাকব ভার্গিস, করপাস ক্রিস্টি চার্চের পাস্টর ফাদার জোনাস আচাকসো, করপাস ক্রিস্টি চার্চের পুরোহিত ফাদার মিন্টু রোজারিও, গমেজ আহসান হাবিব ও আকাশ রহমান বক্তব্য রাখেন।
এ ছাড়া, উপস্থিত ছিলেন প্রফেসর অ্যালেন গমেজ, জেমস কোড়াইয়া, ডেনিস রোজারিও, ইলিয়াস রোজারিও, ম্যারিল্যান্ডের সুকুমার পিউরিফিকেশন, উৎসবের যুগ্ম আহ্বায়ক ফ্রান্সিস গমেজ ও জুড সিমন্ত পিউরিফিকেশন, সদস্য সচিব কর্নিলিয়াস ডি রোজারিও, প্রধান সমন্বয়কারী গোপাল সান্যাল, জাহেদ শরীফ, আবদুল হামিদ, ববি রিবেরু, এলড্রিন ফ্রেজার, অ্যান্ড্রু বুলবুল গমেজ, মিথিলা রোজারিও, হাসানুজ্জামান সাকী প্রমুখ।
অনুষ্ঠানে ফ্যামিলি গেইম শো পরিচালনা করেন অভিনেতা ও টিভি উপস্থাপক খাইরুল ইসলাম পাখি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাদিয়া খন্দকার ও স্বাধীন মজুমদার।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন মনিকা রায় চৌধুরী, ভিক্টর রোজারিও, ফিলিপস লিটন, চন্দ্রা কোড়াইয়া, ট্রিজা মৌসুমী ঘোষ, কল্পনা এগনেস পিউরিফিকেশন, শিখা কস্তা, লিনুস টলেন্টিনু, সুমন কস্তা, মুক্তা রোজারিও, পূর্ণিমা অ্যানি গমেজ, স্নিগ্ধা গমেজ, মেঘা পিউরিফিকেশন, সিনথিয়া স্মিতা গমেজ, তবলায় সঙ্গত করেন সুকুমার পিউরিফিকেশন ও মিথুন রোজারিও।

ফাদার মিন্টু রোজারিও গ্রন্থনা ও পরিকল্পনায় পরিবেশিত হয় শিশুদের নাটিকা 'এবং তিনি মানুষ হলেন'।
গীতি নৃত্যনাট্য পরিবেশন করেন শ্যারন কস্তা ও দিয়া কস্তা। নাচ পরিবেশন করে কুইন্স কলেজের ডান্স গ্রুপ।
লেখক: নিউইয়র্কপ্রবাসী চিত্রশিল্পী
Comments