সিরিয়ায় ভূমিকম্প দুর্গতদের সহায়তা দিল ওমানের বৃহত্তর নোয়াখালী উইং

মানবিক সহায়তা সামগ্রীর মধ্যে আছে- শীতবস্ত্র, শুকনো খাবার ও শিশুখাদ্য।
সিরিয়া, ভূমিকম্প, ওমান, বৃহত্তর নোয়াখালী উইং,
মাস্কাটে সিরিয়া দূতাবাসের কর্মকর্তার কাছে সহায়তা সামগ্রী হস্তান্তর করছে বৃহত্তর নোয়াখালী উইং। ছবি: সংগৃহীত

সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ওমানপ্রবাসী বাংলাদেশিরা। দেশটির নিবন্ধিত কমিউনিটি সংগঠন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহত্তর নোয়াখালী উইং দুর্গতদের জন্য মানবিক সহায়তা দিয়েছে।

গতকাল সোমবার সকালে ওমানের রাজধানী মাস্কাটে সিরিয়ান আরব রিপাবলিক দূতাবাসের কর্মকর্তার কাছে মানবিক সহায়তা হস্তান্তর করা হয়। মানবিক সহায়তা সামগ্রীর মধ্যে আছে- শীতবস্ত্র, শুকনো খাবার ও শিশুখাদ্য।

বৃহত্তর নোয়াখালী উইংয়ের যুগ্ম আহবায়ক গাজী আব্দুল আলিম পলাশ ও সদস্য সচিবে আবু ইউসুফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সহায়তা হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন- বৃহত্তর নোয়াখালী উইংয়ের কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল মামুন, কামারুজ্জামান বাবলু, আবু ছাইদ আরমান, আবুল হোসেন, আলিমুজ্জামান রাসেল মোহাম্মদ ইয়াকুব মিয়া।

সিরিয়া দূতাবাসের কর্মকর্তারা মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comments

The Daily Star  | English
Asif Nazrul

CSA must be repealed: Law Adviser Asif Nazrul

Law Adviser Asif Nazrul today said the government will scrap the controversial Cyber Security Act and formulate a new one to ensure citizens’ safety in cyberspace

9m ago