নিউইয়র্কে ৩২তম বাংলা বইমেলা ১৪-১৭ জুলাই

ঢাকায় জাতীয় প্রেসক্লাবে গত ১ মার্চ নিউইয়র্ক বাংলা বইমেলা ২০২৩ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ১৪ থেকে ১৭ জুলাই আয়োজন করা হবে ৩২তম নিউইয়র্ক বাংলা বইমেলা।

বিশ্ব দরবারে বাংলা শিল্প-সাহিত্য-কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরার প্রয়াসে এতে যোগ দেবেন বাঙালি কবি, সাহিত্যিক, লেখক ও প্রকাশক।

মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এই মেলায় যোগ দিতে ২৫টির বেশি প্রকাশনী সংস্থা ইতোমধ্যে নথিভুক্ত হয়েছে।

৪ দিনব্যাপী এই বইমেলা হবে নিউইয়র্ক অঙ্গরাজ্যের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে।

বইমেলার আহ্বায়ক ড. আব্দুন নূর জানান, মেলায় গত বছরের মতো এবারও মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার ২০২২ প্রদান করা হবে। এই পুরস্কারের অর্থমান ৩ হাজার মার্কিন ডলার।

এ ছাড়া, অভিবাসী নতুন লেখকদের প্রকাশিত গ্রন্থ থেকে প্রদান করা হবে 'শহীদ কাদরী গ্রন্থ পুরস্কার ২০২৩'। অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থার মধ্য থেকে শ্রেষ্ঠ সংস্থাকে প্রদান করা হবে 'চিত্তরঞ্জন সাহা সেরা প্রকাশনা সংস্থা পুরস্কার ২০২৩'।

মুক্তধারা ফাউন্ডেশনের সাবেক চেয়ারপারসন ও উপদেষ্টা অধ্যাপক ডা. জিয়াউদ্দীন আহমেদ জানান, ১৯৯৩ সালে প্রকাশনা সংস্থা ইউপিএলের প্রকাশক মহিউদ্দিন আহমেদ বাংলাদেশ থেকে প্রথমবারের মতো বইয়ের সম্ভার নিয়ে যোগ দেন নিউইয়র্কের বইমেলায়। এরপর থেকে প্রতি বছরই বাংলাদেশের প্রকাশনী সংস্থাগুলো যোগ দিচ্ছে এই বইমেলায়।

মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত নিউইয়র্ক বাংলা বইমেলা গত ৩১ বছর ধরে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। এর যাত্রা শুরু হয় ১৯৯২ সালে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago