টোকিওতে বাংলা নববর্ষ বরণ

জাপানের স্থানীয় প্রবাসী সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা মেলায় গান পরিবেশন করছেন। ছবি: সংগৃহীত

জাপানের টোকিওতে বাংলা নববর্ষ বরণে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছিল আজ রোববার। এ বছর রমজান মাসে বাংলা নববর্ষ শুরু হওয়ায় যথা সময়ে এই মেলার আয়োজন করা সম্ভব হয়নি।

টোকিওর ইকেবুকুরো নিশিগুচি পার্কে বৈশাখী মেলার ২২তম এই আয়োজন করা হয়। জাপানে বসবাসরত প্রবাসীদের পদচারণায় মুখরিত মেলায় এবারও বাংলাদেশ থেকে কোনো শিল্পীকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। করোনা মহামারির কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে আয়োজক কর্তৃপক্ষকে।

প্রতি বছরের মতো জাপানের স্থানীয় প্রবাসী সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা মেলায় নাচ-গান পরিবেশন করেন।

জাপানে বসবাসরত প্রবাসীদের পদচারণায় মুখরিত হয় মেলা প্রাঙ্গণ। ছবি: সংগৃহীত

মেলার উদ্বোধন করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'এসো হে বৈশাখ' গান পরিবেশনার মাধ্যমে। এরপর উন্মুক্ত অনুষ্ঠান, জাপানি অনুষ্ঠান, অতিথিদের অভ্যর্থনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলা শেষ হয়।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহামেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কিমিনোরি ইউয়ামা, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তোশিমা সিটি  সংস্কৃতি ও বাণিজ্য বিভাগীয় প্রধান শোইচি কোইকে, জাপান-বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট মাসাতো ওয়াতানাবে এবং আয়োজক সংগঠন জেবিএস চেয়ারম্যান ওসামু ওৎসুবো।

প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি এ বছরও মেলার পৃষ্ঠপোষকতা করেছে বাংলাদেশ দূতাবাস, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তোশিমা সিটি।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

4h ago