মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিহত ও আহত বাংলাদেশির পরিচয় নিশ্চিতে বাংলাদেশ হাইকমিশন চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দুর্ঘটনাকবলিত লরিটি। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত ও অপর একজন আহত হয়েছেন। এ ছাড়া, দেশটির নেগারি সেম্বিলান রাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন স্থানীয় একজন লরি চালকও।

আজ শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলেবু জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা।

তবে, দুর্ঘটনায় নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

বিবৃতিতে বলা হয়, গতকাল বিকাল সোয়া ৫টার দিকে স্থানীয় এক লরি চালক ২ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে নেগারি সেম্বিলান রাজ্যের সেরেম্বান জেলা থেকে জেলেবুর কুয়ালা ক্লাওয়াংয়ের দিকে রওনা হয়।

পথিমধ্যে বুকিত তাঙ্গা সড়কের মাঝামাঝি পৌঁছানোর পর লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে লরিতে থাকা ২ বাংলাদেশি ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলে চালক ও এক বাংলাদেশির মৃত্যু হয়। এতে গুরুতর আহত আরেক বাংলাদেশিকে স্থানীয় জেলেবু হাসপাতালে ভর্তি করা হয়।

ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ জেলেবু হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়েছে  পুলিশ।

নিহত ও আহত বাংলাদেশির পরিচয় নিশ্চিতে বাংলাদেশ হাইকমিশন চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Comments