দুবাইপ্রবাসীদের পাসপোর্ট সেবা সহজ করতে আউটসোর্সিং

আগামী সোমবার থেকে দুবাইয়ের আল কারামায় অবস্থিত ফওয়া গ্লোবালের আধুনিক ও সুপ্রশস্ত শীতাতপ নিয়ন্ত্রিত সেবাকেন্দ্রের মাধ্যমে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সেবা প্রদান করা হবে।
দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের সহজে ও দ্রুত সময়ে পাসপোর্ট সেবা দিতে আউটসোর্সিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ কনস্যুলেট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার থেকে দুবাইয়ের আল কারামায় অবস্থিত ফওয়া গ্লোবালের আধুনিক ও সুপ্রশস্ত শীতাতপ নিয়ন্ত্রিত সেবাকেন্দ্রের মাধ্যমে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সেবা প্রদান করা হবে।

প্রবাসীদের আল কারামাস্থ ফওয়া গ্লোবালের সেবাকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হয়েছে। এই কেন্দ্র থেকে সপ্তাহে ৫ দিন সোমবার থেকে শুক্রবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত পাসপোর্ট সেবা নিতে পারবেন প্রবাসীরা।

কনস্যুলেটের প্রধান গেট থেকে ফওয়া গ্লোবালে যাওয়া-আসার জন্য প্রতি ঘণ্টায় বিনামূল্যে শাটল সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Comments