উপ-প্রচার সম্পাদক খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

আওয়ামী লীগ
আওয়ামী লীগের লোগো | সংগৃহীত

দলীয় নেতাকর্মীদের অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটির উপ-প্রচার সম্পাদক খান শওকতকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গতকাল শনিবার তাকে বহিষ্কার করা হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, 'যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ ছিল, খান শওকত জামায়াত এবং বিএনপি ঘেঁষা সাম্প্রদায়িক মানুষ। তার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি পহেলা বৈশাখ সম্পর্কে সাম্প্রদায়িকতার কথা ছড়িয়েছেন। গণমাধ্যম কর্মীর তথ্যের ভিত্তিতে তাকে উপ-প্রচার সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়েছি।'

খান শওকত জামায়াত নেতা ও দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ভক্ত বলে অভিযোগ পাওয়া গেছে।

বহিষ্কৃত খান শওকত বলেন, 'আমি নোংরা রাজনীতির শিকার। আমার সঙ্গে ঈর্ষাবশত এ কাজ করা হয়েছে। গত পহেলা বৈশাখে আমি আয়োজক এবং অভিবাসীদের বলেছি পহেলা বৈশাখ উদযাপন না করতে। তবে আমি কাউকে জোর করিনি অনুষ্ঠানে না যেতে।'

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

4h ago