টোকিওতে প্রবাসী বাংলাদেশি ছাত্র সমাজের বিক্ষোভ সমাবেশ

টোকিওতে প্রবাসী বাংলাদেশি ছাত্র সমাজের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ হয়েছে জাপানে।

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে ঘটনাবলীর প্রতিবাদে এবং আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে জাপানের টোকিওতে প্রবাসী বাংলাদেশি ছাত্র সমাজের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২১ জুলাই টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে এই প্রতিবাদ সমাবেশে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন পেশাজীবী প্রবাসীরাও অংশ নেন এবং প্রতিবাদ জানান।

জাপান পুলিশের পূর্বানুমতি নিয়ে এই প্রতিবাদ সমাবেশ শুরু হয় স্থানীয় সময় রোববার সকাল ১০টায়।

সাপ্তাহিক ছুটি ও গ্রীষ্মের তীব্র তাপদাহ উপেক্ষা করে সন্তানদের নিয়ে নারীরাও অংশ নেন এই সমাবেশে।

[email protected]

Comments

The Daily Star  | English
Household duties preventing Bangladeshi women from working

Domestic chores hold women back from formal jobs

The research found that 81 percent of women cited household duties as their biggest barrier to joining the labour force

11h ago