মালয়েশিয়ায় ৭২ বাংলাদেশিসহ ১৭৬ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়া। ছবি: রয়টার্স

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে দেশটির ইমিগ্রেশন পুলিশ ৭২ বাংলাদেশিসহ ১৭৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।

গতকাল বুধবার কুয়ালালামপুরের জনপ্রিয় পর্যটন এলাকা বুকিত বিনতাংয়ের জালান আলোর এলাকা থেকে তাদের আটক করা হয়।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা এ তথ্য জানিয়েছে।

কুয়ালালামপুরের ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফের বরাত দিয়ে বারনামা জানায়, কুয়ালালামপুর সিটি হলের সহযোগিতায় স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ অভিযান শুরু হয়। আটককৃতদের মধ্যে ৭১ জন বাংলাদেশি ছাড়া মিয়ানমারের ৬০ জন, ইন্দোনেশিয়ার ২৪ জন, নেপালের ১৬ জন, পাকিস্তানের তিনজন এবং মিসর ও সুদানের একজন করে আছেন।

অভিযান শেষে স্থানীয় সাংবাদিকদের ইউসুফ জানান, আটকৃতদের মধ্যে অনেকের বৈধ কাগজপত্র নেই। আবার অনেকের এই দেশে থাকার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট আইন অনুসারে মামলাটির তদন্ত হচ্ছে। পরবর্তী কার্যক্রমের জন্য তাদের ইমিগ্রেশন হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে।

অভিযান পরিচালনায় মোট ৬১ জন ইমিগ্রেশন কর্মকর্তা নিয়োজিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Retired officials’ promotions plunged civil service into crisis

One year into the interim government’s tenure, the public administration ministry remains in disarray

8h ago