টোকিওতে ইসরায়েল দূতাবাসের সামনে প্রতিবাদ-বিক্ষোভ

শান্তিচুক্তি লঙ্ঘন করে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন ও নির্বিচারে হত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে টোকিওতে বিক্ষোভ করেছেন জাপানে বসবাসরত বিভিন্ন দেশের মুসলিমরা।
জাপান পুলিশের অনুমতি নিয়ে রোববার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত টোকিওর চিয়োদা সিটিতে ইসরায়েল দূতাবাসের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মুসলিম কমিউনিটির ব্যানারে বিক্ষোভ আয়োজন করা হলেও অন্যান্য ধর্মালম্বী প্রবাসী ও বিপুল সংখ্যক স্থানীয় জাপানিরা এতে অংশ নেন।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীরা ফিলিস্তিন ও নিজ নিজ দেশের পতাকা নিয়ে সংহতি জানান।

বিক্ষোভকারীরা 'ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব দে', 'ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক' প্রভৃতি স্লোগান দেন।
সমাবেশে প্রবাসী নেতৃবৃন্দ বলেন, 'গত ২ দিনে ফিলিস্তিনে সহস্রাধিক ভাইবোন শহীদ হয়েছেন, যাদের মধ্যে দুই শতাধিক শিশু। আমরা বলতে চাই ইসরায়েল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ ও সংগঠন। তাদের হাতে লাখো মানুষ হত্যার রক্ত লেগে আছে।'
তারা ইসরায়েলি হামলাকে 'গণহত্যা' আখ্যা দিয়ে 'ইন্তিফাদা বা গণজাগরণ দীর্ঘজীবী হোক' স্লোগান দেন।
জাপান পুলিশের ভাষ্য, অর্ধ সহস্রাধিক বিক্ষোভকারী আজকের বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন।
সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রবাসী মিডিয়া, জাপানি জাতীয় মিডিয়াসহ অনেক গণমাধ্যমকর্মী উপস্থিতি ছিলেন।
চলমান পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার এবং এর আগেও একাধিকবার বিক্ষোভ মিছিল হয়েছে টোকিওতে।
Comments