১ সেপ্টেম্বর থেকে আবারও চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট চালু করবে ইউএস-বাংলা

us-bangla-airlines-logo-1.jpg

চট্টগ্রাম-কলকাতা রুটে আবারও প্রতিদিন ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১ সেপ্টেম্বর এই ফ্লাইট চালু হবে।

আজ রোববার ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম-কলকাতা রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ৮ হাজার ৭৬০ টাকা এবং রিটার্ন ভাড়া ১৬ হাজার ৫৩৭ টাকা (সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত) নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সকাল ১১টা ১০ মিনিটে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে কলকাতায় অবতরণ করবে। একই দিন দুপুর ১২টা ৪০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে আসবে এবং দুপুর ২টা ১০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।

চট্টগ্রাম থেকে কলকাতা ছাড়াও প্রতিদিন ঢাকা থেকে দু'বার কলকাতা ও একবার চেন্নাই ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

Comments

The Daily Star  | English

Students’ unions: Legal bars, admin delays stall polls in many universities

Of 56 public universities across the country, only seven have the legal provision for a central students' union

9h ago