উইন্ডশিল্ডে ফাটল, মাঝ আকাশ থেকে দুবাই ফিরে গেল বিমানের ড্রিমলাইনার

মাঝ আকাশে উইন্ড শিল্ডে ফাটল, ৩ ঘণ্টা চক্কর দিয়ে শাহজালালে নামলো বিমান
প্রতীকী ছবি

যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে দুবাই ছাড়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের উইন্ডশিল্ডে ফাটল দেখা দেওয়ায় ফ্লাইটটি আবার দুবাই ফিরে গেছে।

আজ রোববার স্থানীয় সময় ভোর ৬টা ৫ মিনিটে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে দুবাই ছাড়ে।

২৪৪ যাত্রীসহ বিজি-০৩৪৮ ফ্লাইটটি ওমানের আকাশসীমায় পৌঁছানোর পর উড়োজাহাজটির ককপিটের গ্লাসে ফাটল দেখা দেয় বলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়।

পরে ফ্লাইটটি দুবাই ফিরে যায়। তবে যাত্রীদের ফিরিয়ে আনতে বিমানের আরেকটি উড়োজাহাজ দুবাই গেছে বলে সূত্র জানিয়েছে।

বিমানের জনসংযোগের মহাব্যবস্থাপক বসরা ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই ফ্লাইটের যাত্রীদের ফিরিয়ে আনতে দুপুর ১২টা ৫০ মিনিটে বিমানের একটি ফ্লাইট দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছে।'

এর আগে, চলতি বছরের ২১ জানুয়ারি ঢাকা থেকে ২৯৭ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাওয়া বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটির উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয়।

জুনে চট্টগ্রাম থেকে আবুধাবিগামী বিমানের বোয়িং ৭৩৭-৭ ফ্লাইটটির উইন্ডশিল্ড ফাটল দেখা দেওয়ায় ঢাকায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ককপিটের গ্লাস ফাটল দেখা দেওয়ায় বিমানের বোয়িং-৭৩৭ ফ্লাইট মালয়েশিয়ায় অবতরণ করে।

একই বছরের আগস্টে আরেকটি বোয়িং ড্রিমলাইনার দোহা যাওয়ার সময় মাঝ আকাশে একই সমস্যার সম্মুখীন হয়। পরে সেটি ভারতের আকাশসীমা থেকে ঢাকায় ফেরে।

 

Comments

The Daily Star  | English

Jamdani as the battleground

Jamdani is not just the material or the motifs; it encompasses everything—from the river system and flora-fauna of the Dhaka region

1d ago