একজন শক্তিমান অভিনেতার চিরবিদায়
বাংলা সিনেমার একজন শক্তিমান অভিনেতা মিজু আহমেদ চলে গেলেন পৃথিবী ছেড়ে। ২৭ মার্চ শুটিং করতে ঢাকা থেকে দিনাজপুর যাবার পথে রাত সাড়ে ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে দিনাজপুরগামী ট্রেনে যাবার সময় হঠাৎ অসুস্থবোধ করলে মিজু আহমেদকে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করা এই অভিনেতা বাংলা সিনেমায় খল অভিনেতা হিসাবে ব্যাপক খ্যাতি পেয়েছিলেন। তাঁর আকস্মিক মৃত্যু চলচ্চিত্র অঙ্গনকে ঢেকে দিয়েছে শোকের ছায়ায়।
আজ (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় শেষ শ্রদ্ধা জানাতে বিএফডিসি-তে তাঁর মরদেহ নেওয়া হয়। এখানে জানাযা শেষে কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে তাঁর লাশ দাফন করা হবে।
Comments