গানটি ঠিক কাকে উৎসর্গ করলেন হাবিব?

‘তুমিহীনা’ শিরোনামের নতুন গানের ভিডিও প্রকাশ করেছেন হাবিব ওয়াহিদ। ফেসবুকে আপলোড করে তিনি লিখেছেন, ‘আজও যারা কাউকে খুঁজে বেড়াচ্ছেন’, তাদেরকে উৎসর্গ করলাম গানটি।

‘তুমিহীনা’ শিরোনামের নতুন গানের ভিডিও প্রকাশ করেছেন হাবিব ওয়াহিদ। ফেসবুকে আপলোড করে তিনি লিখেছেন, ‘আজও যারা কাউকে খুঁজে বেড়াচ্ছেন’, তাদেরকে উৎসর্গ করলাম গানটি।

‘তুমিহীনা নিশিরাত একা চাঁদ অপলক চেয়ে রয় না/ তুমিহীনা, দূরের ওই আকাশ ছুঁয়ে যায় না’ – কথায় ‘তুমিহীনা’-র ভিডিও ফেসবুকে আপলোড করে হাবিব লিখেছেন, ‘আজও কাউকে খুঁজে বেড়াচ্ছেন যারা, তাদের উৎসর্গ করলাম আমার এই গানটি। আমার ব্রান্ড নিউ ভিডিও ২০১৭ সালে তাদের জন্য উপহার।’

১৫ জানুয়ারি রাতে ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘তুমিহীনা’-র মিউজিক ভিডিও। মিনার রহমানের কথায় গানটির সুর দিয়েছেন শিল্পী নিজেই। ভিডিওটি নির্মাণ করেছেন তোফায়েল রাশেদ।

এছাড়াও, ১২ জানুয়ারি প্রকাশিত হয়েছে তানিয়া আহমেদ পরিচালিত ‘ভালোবাসা এমনই হয়’ চলচ্চিত্রের আইটেম গান। ‘চুমুকে চুমুকে করো পান’ শিরোনামের গানটি হাবিবের সুরে গেয়েছেন কণা। পর্দায় ঠোঁট মিলিয়েছেন বিদ্যা সিনহা সাহা মিম। গানটি সোমবার দুপুর পর্যন্ত ইউটিউবে এক লক্ষ ৮৬ হাজারের বেশি মানুষ দেখেছেন।

Comments

The Daily Star  | English

Metro rail services on the Agargaon-Motijheel route suspended

However, train movement from Uttara North to Agargaon section is normal

47m ago