চলে গেলেন নাট্যাচার্য সেলিম আল দীনের স্ত্রী বেগমজাদী

নাট্যাচার্য সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা পারুল মারা গেছেন। পেশাগত জীবনে কলেজ শিক্ষক বেগমজাদী ৬৭ বছর বয়সে আজ মঙ্গলবার সকাল ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Begumzadi
নাট্যাচার্য সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা পারুল ৬৭ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন, ছবি: সংগৃহীত

নাট্যাচার্য সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা পারুল মারা গেছেন। পেশাগত জীবনে কলেজ শিক্ষক বেগমজাদী ৬৭ বছর বয়সে আজ মঙ্গলবার সকাল ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমার নিকট আত্মীয় আব্দুস সালাম দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ বাদ মাগরিব তাঁর জানাজা শেষে অরুণাপল্লী আবাসিক সোসাইটিতে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার-সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ এবং শ্রদ্ধা নিবেদন করেছে।

১৯৭৪ সালে সেলিম আল দীন বেগমজাদী মেহেরুন্নেসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০০৮ সালের ১৪ জানুয়ারি সেলিম আল দীন পৃথিবীর মায়া ছেড়ে চলে যান।

Comments

The Daily Star  | English

Govt fixes chicken, egg prices

Sonali chicken Tk 269.54, broiler Tk 179.59, egg Tk 11.87

43m ago