ডিজনির ‘আলাদিন’ হচ্ছেন মিনা মাসুদ

বহুল আলোচিত “আলাদিন” অ্যানিমেশন ফিল্মের শিল্পী-কুশলীদের নাম ঘোষণা করেছে ডিজনি। এই নামগুলো নিশ্চিত করতে বেশ বেগ পেতে হয়েছিলো এই মিউজিক্যাল মুভিটির সঙ্গে সংশ্লিষ্ট কর্তা-ব্যক্তিদের।
আরব্য রজনী-ভিত্তিক এ ছবিটির প্রধান আলাদিনের চরিত্রে অভিনয় করবেন মিশরে জন্ম নেওয়া কানাডীয় অভিনেতা মিনা মাসুদ। তুলনামূলক নতুন এই তারকা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি অভিনয় করেছেন বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক খোঁজা-খুঁজির পর অবশেষে মাসুদকে আলাদিনের জন্যে মনোনীত করা হয়।
এই অ্যানিমেটেড মুভিটির রাজকন্যা জেসমিনের চরিত্রে পাওয়া যাবে “পাওয়ার র্যাঞ্জার”-এর নায়িকা নওমি স্কটকে। আর বিখ্যাত জ্বিনের চরিত্রে থাকছেন “দ্য পারসুইট অব হ্যাপিনেস”-খ্যাত উইল স্মিথ।
এই নতুন “আলাদিন” ছবিটির পরিচালক হিসেবে গাই রিৎশির নাম আগেই ঘোষণা করা হয়েছিলো আর এর চিত্রনাট্য তৈরি করেছেন জন অগাস্ট। তিনি রিৎশির “শার্লক হোমস” ছবিটিরও চিত্রনাট্য করেছিলেন।
ডিজনি অ্যানিমেটেড মুভি “আলাদিন” প্রথম তৈরি করেছিলো ১৯৯২ সালে। এবার রিৎশিকে দিয়ে এর রিমেক তৈরি করা হচ্ছে। ছবিটির মুক্তির তারিখ এখনো গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।
Comments