অস্কারের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেরা পরিচালক দামিয়েন শ্যাজেলি

এবছরের অস্কারে সেরা পরিচালকের পুরস্কারটি পেলেন ‘লা লা ল্যান্ড’-এর দামিয়েন শ্যাজেলি।
১৯২৯ সালে অস্কারের প্রচলন হওয়ার পর থেকে এখন পর্যন্ত শ্যাজেলিই হলেন সর্বকনিষ্ঠ অস্কার বিজয়ী পরিচালক।
৩২ বছর বয়সী শ্যাজেলি প্রথম বারের মতো অস্কার মনোনয়ন পান এবং তা জিতেও নেন।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, “‘লা লা ল্যান্ড’ একটি প্রেমের ছবি আর এটা বানাতে গিয়ে আমি ছবিটির প্রেমে পড়েছিলাম।”
ওয়াল্ট ডিজনির কাছে তিনি খুবই ঋণী – এ কথা স্বীকার করে পরিচালক বলেন যে, তিনি ডিজনির অ্যানিমেটেড ছবিগুলো দেখে বেশ অনুপ্রাণিত হয়েছিলেন।
শ্যাজেলি তাঁর প্রেমিকা অলিভিয়াকেও ধন্যবাদ জানান।
Comments