আনন্দে কাটুক টম ক্রুজের আজকের দিনটি

tom cruise
অভিনেতা টম ক্রুজ। ছবি: সংগৃহীত

আনন্দে কাটুক টম ক্রুজের আজকের দিনটি – এমন প্রার্থনাই করা উচিত তাঁর ভক্তদের। কেননা, জন্মদিনটি এমন এক সময়ে এসে পড়লো, যখন “ব্যর্থতা” ঘিরে ধরতে চাইছে তাঁকে।

এ বছর ব্যর্থতা এসেছে “দ্য মমি”-র বক্স অফিস থেকে। গত বছর “জ্যাক রিচার: নেভার গো ব্যাক” সমালোচকদের কাছে পেয়েছিলো মিশ্র প্রতিক্রিয়া। তা না হলে তিনবারের গোল্ডেন গ্লোব বিজয়ী ও তিনবারের অস্কার মনোনীত এই অভিনেতা হয়তো একটু খোশ মেজাজেই এবারের জন্মদিনটা পালন করতে পারতেন।

যাহোক, “মিশন ইম্পসিবল” মানেই টম। ২০১২ সালে তিনি ছিলেন হলিউডের সবচেয়ে দামি অভিনেতা। ২০০৬ সালে নির্বাচিত হয়েছিলেন হলিউডের সবচেয়ে শক্তিশালী অভিনেতা হিসেবে।

“মিশন ইম্পসিবল” সিরিজ ছাড়াও টম ক্রুজ অভিনয় করেছেন “বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই”, “জেরি ম্যাগুরে” এবং “ম্যাগনোলিয়া” সিনেমায়। এ ছবি তিনটি দিয়ে তিনি গোল্ডেন গ্লোব পেলেও, টমের খ্যাতি আসে “রিস্কি বিজনেস”, “টপ গান”, “রেইন ম্যান” ও “দ্য ফার্ম” এর মাধ্যমে।

তবে সবকিছু ছাপিয়ে তিনি “টম ক্রুজ” হয়ে উঠেন “মিশন ইম্পসিবল” বা “এমআই” সিরিজে অভিনয়ের মাধ্যমেই। ১৯৯৬ সালে আমেরিকান স্পাই মুভি “মিশন ইম্পসিবল” এ অভিনয় করে সবার দৃষ্টি কাড়েন তিনি। এরপর, এই সিরিজের একে একে পাঁচটি ছবি মুক্তি পায়। ২০১৮ সালের ২৭ জুলাই এই সিরিজের ষষ্ঠ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ছবিটি নিয়ে টমের প্রত্যাশা অনেক। সম্প্রতি, গ্রাহাম নর্টন শো-তে হাজির হয়ে তিনি “ক্রেজি”, “ওয়াইল্ড” ও “থ্রিলিং” শব্দগুলো দিয়ে “এমআই”-এর ষষ্ঠ ছবিটিকে বর্ণনা করেন।

টমের ভাষায়, “এই পর্বে অনেক মজার বিষয় দেখানো হবে। এর কিছু শুটিং প্যারিসে হয়েছে। দর্শকদের জন্যে অনেক ওয়াইল্ড ও থ্রিলিং বিষয় অপেক্ষা করছে। এ জন্যে আমাকে কয়েক বছর প্রশিক্ষণ নিতে হয়েছিলো। যা সৃষ্টি করা হয়েছে তা যে সম্ভব তাই দর্শকদের দেখানো হবে।”

উল্লেখ্য, আজকের এই দিনে (৩ জুলাই) নিউইয়র্কে জন্ম নেওয়া চতুর্থ টমাস ক্রুজ ম্যাপোথার উনিশ বছর বয়সে চিত্রজগতে আসেন ১৯৮১ সালে “এন্ডলেস লাভ” ছবিতে অভিনয়ের মাধ্যমে এবং নাম ধারণ করেন টম ক্রুজ। তবে মজার বিষয় হলো, অভিনয়ে আসার আগে তিনি একজন ধর্মযাজক হওয়ার পরিকল্পনা করেছিলেন।

Comments

The Daily Star  | English

Trump meets Putin in Alaska summit

Donald Trump and Vladimir Putin were scheduled to hold talks in Alaska yesterday, focused on the US president’s push to seal a ceasefire deal on Ukraine but with a last-gasp offer from Putin of a possible face-saving nuclear accord on the table too.

1h ago