আলোচনায় অ্যাঞ্জেলিনা জোলি’র ‘ফাস্ট দে কিল্ড মাই ফাদার’
অস্কার বিজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি’র পরিচালনায় যুদ্ধের ছবি “ফাস্ট দে কিল্ড মাই ফাদার” নিয়ে বেশ উচ্ছ্বসিত সমালোচকরা। খেমারুজ শাসনামলে কম্বোডীয় যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ ছবিটি জমা দেওয়া হয়েছে অস্কারের বিদেশি চলচ্চিত্র বিভাগে।
এই বিভাগে জোলির ছবিটি প্রতিযোগিতা করবে ফ্রান্সের “বিপিএম”, চিলির “অ্যা ফ্যান্টাস্টিক ওমেন” এবং এ বছর পালমে ডি’ওর বিজয়ী সুইডিশ ছবি “দ্য স্কয়ার”-এর সঙ্গে।
লেখক লউং উং-এর স্মৃতিকথা ভিত্তিক “ফাস্ট দে কিল্ড মাই ফাদার”-এ অভিনয় করেছেন নবাগতা সারেউম শ্রী মচ। এখানে জোলি খুবই দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন যুদ্ধের নির্মমতা। ১৯৭০ এর দশকে দক্ষিণ-পূর্ব এশীয় দেশ কম্বোডিয়ায় ১০ লাখের বেশি মানুষকে হত্যা করা হয়েছিলো।
এ বছর যুক্তরাষ্ট্রের টেলুরাইড চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হওয়ার পর জোলির প্রশংসায় পঞ্চমুখ হন সমালোচকরা। তাঁরা জোলির পরিচালনা এবং অ্যান্টনি দোদ ম্যানটলের ক্যামেরার কাজে মুগ্ধতা প্রকাশ করেন।
অ্যাঞ্জেলিনা জোলি’র পরিচালনায় তৈরি নতুন ছবি “ফাস্ট দে কিল্ড মাই ফাদার” প্রদর্শিত হচ্ছে কিছু নির্দিষ্ট সিনেমা হলে। এছাড়াও, এটি দেখা যাবে নেটফ্লিক্সে।
উল্লেখ্য, ২০১১ সালে যুদ্ধ-ভিত্তিক ছবি “ইন দ্য ল্যান্ড অব ব্লাড অ্যান্ড হানি” মাধ্যমে অ্যাঞ্জেলিনা জোলির অভিষেক হয় চলচ্চিত্র পরিচালনায়।
Comments