আসছে ‘স্পাইডার ম্যান: হোমকামিং’
মনে আছে সেই তরুণ টম হল্যান্ডের কথা? গত বছর “ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার”-এ তাঁকে প্রথম দেখা গিয়েছিলো। ২১ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেতাকে এবার দেখা যাবে “স্পাইডার ম্যান: হোমকামিং”-এ।
জন ওয়াটস পরিচালিত এই সুপার হিরো ভিত্তিক ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে আসছে ৭ জুলাই। কলম্বিয়া পিকচারস ও মার্ভেল স্টুডিওস এর যৌথ প্রযোজিত ছবিটি নিয়ে নির্মাতাদের আশা আকাশচুম্বী। তাঁদের প্রত্যাশা এই গ্রীষ্মে “স্পাইডার ম্যান” আনন্দ দেবে সারা দুনিয়ার চলচ্চিত্রপ্রেমীদের।
হলিউডে গত ২৮ জুন ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হওয়ার পর থেকে ছবিটি চলচ্চিত্র সমালোচকদের কাছে থেকে পেয়েছে ইতিবাচক আলোচনা। তাঁরা ছবিটির শিল্পী, কলা-কুশলীদের ভূয়সী প্রশংসা করে বলেছেন, “স্পাইডার ম্যান” সিরিজের নতুন ছবিটিতে শিল্পীদের অভিনয়, সংগীত, লাইট এবং অ্যাকশনের দৃশ্যগুলো চমৎকার হয়েছে।
আইএমডিবি-র রেটিংয়ে “স্পাইডার ম্যান: হোমকামিং” পেয়েছে ৭.৯/১০ এবং রটেন টমেটো দিয়েছে ৭.৬/১০।
Comments