ইতিহাসে নাম লেখালো ‘ওয়ান্ডার ওম্যান’
সুপারহিরো-ভিত্তিক সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে “ওয়ান্ডার ওম্যান”। গত ২ জুন মুক্তি পাওয়ার পর গ্যাল গ্যাদত অভিনীত এ ছবিটি যুক্তরাষ্ট্রে আয় করেছে ৪০৪ মিলিয়ন ডলারের বেশি। ফলে, ভেঙ্গে গেছে পরিচালক স্যাম রাইমির “স্পাইডার-ম্যান”-এর দীর্ঘদিনের রেকর্ড।
ফোর্বস ম্যাগাজিনের হিসাবে, পরিচালক প্যাটি জেনকিনসের “ওয়ান্ডার ওম্যান” এখন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের “সুপারহিরো অরিজিনাল” চলচ্চিত্র।
একজন নারীর পরিচালনায় এ ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন একজন নারী। যুক্তরাষ্ট্রের বাইরে ছবিটি আয় করেছে ৮০০ মিলিয়ন ডলার। আগামী ২৫ আগস্ট জাপানে মুক্তি পেলে “ওয়ান্ডার ওম্যান”-এর আয় আরও বেড়ে যাবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
এদিকে, প্যাটি জেনকিনসকে দিয়েই “ওয়ান্ডার ওম্যান”-এর দ্বিতীয় পর্ব বানানোর কথা বেশ গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে। আশা করা হচ্ছে, ছবিটি নির্মাণের কাজে এবার আরও বেশি টাকা দেওয়া হতে পারে জেনকিনসকে। যে টাকার পরিমাণ হয়তো সৃষ্টি করবে আরেক ইতিহাস।
Comments