উত্তর আমেরিকার বক্স অফিসে এ সপ্তাহের সেরা ১০ ছবি

এ সপ্তাহে আমেরিকার বক্স অফিসে প্রথমস্থানে রয়েছে বৈজ্ঞানিক কল্পকাহিনি-ভিত্তিক চলচ্চিত্র “ওয়ার ফর দ্য প্ল্যানেট অব দ্য এপস”। এর পরের অবস্থানে রয়েছে সুপার হিরো ফিল্ম “স্পাইডার-ম্যান: হোমকামিং”।
war for the planet of the apes
বৈজ্ঞানিক কল্পকাহিনি-ভিত্তিক চলচ্চিত্র “ওয়ার ফর দ্য প্ল্যানেট অব দ্য এপস”-এর একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

এ সপ্তাহে আমেরিকার বক্স অফিসে প্রথমস্থানে রয়েছে বৈজ্ঞানিক কল্পকাহিনি-ভিত্তিক চলচ্চিত্র “ওয়ার ফর দ্য প্ল্যানেট অব দ্য এপস”। এর পরের অবস্থানে রয়েছে সুপার হিরো ফিল্ম “স্পাইডার-ম্যান: হোমকামিং”।

উত্তর আমেরিকার দর্শকদের এ সপ্তাহের প্রিয় ছবির তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে অ্যানিমেশন ছবি “ডিসপিকেবল মি-থ্রি” এবং অ্যাকশন মুভি “বেবি ড্রাইভার”।

তালিকায় পঞ্চমস্থানে রয়েছে রোমান্টিক ছবি “দ্য বিগ সিক”।

এ সপ্তাহের বক্স অফিসে সেরা ১০ ছবির তালিকার অন্যান্য ছবিগুলো হলো: সুপার হিরো ছবি “ওয়ান্ডার ওম্যান”, হরর মুভি “উইশ আপঅন”, অ্যানিমেটেড কমেডি “কারস থ্রি”, বৈজ্ঞানিক কল্পকথা-ভিত্তিক অ্যাকশন ছবি “ট্রান্সফরমারস: দ্য লাস্ট নাইট” এবং কমেডি ফিল্ম “দ্য হাউস”।

তথ্যসূত্র: হলিউড রিপোর্টার

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

4h ago