একাডেমির সদস্য হলেন নাফিস
প্রথম অস্কারজয়ী বাংলাদেশি হিসাবে ইতিহাসের পাতায় নিজেকে অমর করে রেখেছেন নাফিস বিন যাফর। এবার হলেন একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সদস্য। এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর দেওয়া হয় অস্কার পুরস্কার।
“ক্লাস অব ২০১৭”-তে নতুন যে ৭৭৪ জন সদস্য হিসেবে যোগ দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন নাফিসও। তিনি যুক্ত হয়েছেন একাডেমির ভিজুয়াল ইফেক্টস বিভাগে।
“কুংফু পাণ্ডা থ্রি” এবং “হাউ টু ট্রেইন ইউর ড্রাগন টু” ছবির কুশলী হিসেবে নাফিস বিন যাফরের নাম একাডেমির নতুন সদস্যদের তালিকায় উঠে আসে। তিনি ২০০৭ এবং ২০১৫ সালে কারিগরি বিভাগে অস্কার পান “পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস এন্ড” এবং “হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন টু” সিনেমা দুটির জন্যে।
বর্ণবৈষম্যের অভিযোগ থেকে মুক্তি পেতে এ বছর একাডেমির সদস্য পদ পেয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র ব্যক্তিত্বরা। বলিউডের অমিতাভ বচ্চন, আমির খান, সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ইরফান খানও রয়েছেন নতুন সদস্যদের তালিকায়।
Comments