এক নজরে এবারের কান বিজয়ীরা

পরিচালক রুবেন ওস্তলুন্দের “দ্য স্কয়ার”-এর ট্রেইলার

 

বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে পর্দা নেমেছে কান চলচ্চিত্র উৎসবের। এবারের আয়োজনটা একটু অন্যরকম ছিলো। কেননা, এ বছর বসেছিল উৎসবটির ৭০তম আসর। এই আসরের বিজয়ী চলচ্চিত্রগুলো তালিকা তুলে ধরা হলো:

পাম দি’অর

উৎসবের সেরা “পাম দি’অর” পুরস্কারটি পেয়েছে সুইডিশ পরিচালক রুবেন ওস্তলুন্দের “দ্য স্কয়ার”। ছবিটিতে একটি আর্ট ইন্সটলেশনকে ঘিরে এর প্রচারণার গল্প বলা হয়েছে।

গ্র্যান্ড প্রিক্স

ফরাসি চিত্রপরিচালক রবিন কামপিলো’র “ওয়ান হান্ড্রেড এন্ড টোয়েন্টি বিটস পার মিনিট” ছবিটি কান চলচ্চিত্র উৎসবে পেল গ্র্যান্ড প্রিক্সসহ পাঁচটি পুরস্কার পেয়েছে। ১৯৯০-র দশকে প্যারিসে এইডস রোগীদের নিয়ে কাজ করছেন এমন কয়েকজনের গল্প নিয়ে সাজানো হয়েছে ছবিটি।

জুরি প্রাইজ

রুশ চলচ্চিত্র পরিচালক আন্দ্রে জিয়াগিস্টসের “লাভলেস” ছবিটি। জিনিয়া ও বরিস দম্পতি যখন নিজেদের বিবাহ বিচ্ছেদ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করছেন এমনি এক সময়ে তাঁদের ১২ বছর বয়সী ছেলে আলিওশা নিরুদ্দেশ হয়ে যায়। ছেলের খোঁজে পুলিশের কাছে আসতে হয় তাঁদের। তারপর, চলতে থাকে সিনেমার গল্প।

সেরা পরিচালক

এবছরের কান উৎসবে সেরা পরিচালক হয়েছেন আমেরিকার সোফিয়া কপোলা। তাঁর “দ্য বিগাইলড” ছবিটির জন্যে এসেছে এই পুরস্কার। ছবিটি আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সেরা অভিনেত্রী

“ট্রয়”-এর হেলেন খ্যাত জার্মান-আমেরিকান অভিনেত্রী ও সাবেক ফ্যাশন মডেল দিয়ানে ক্রুগার এবছর কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। জার্মান পরিচালক ফাতিহ আকিনের “ইন দ্য ফেড” ছবিতে অভিনয়ের জন্যে তিনি এই পুরস্কার পেলেন।

সেরা অভিনেতা

রোমান্টিক সায়েন্স ফিকশন “হার”-খ্যাত আমেরিকান অভিনেতা জ্যাকোলিন ফিনিক্সের ঝুলিতে উঠেছে এবছরের কান সেরা অভিনেতার পুরস্কার। ব্রিটিশ-ফ্রেঞ্চ-আমেরিকান থ্রিলার মুভি “ইউ ওয়ার নেভার রিয়েলি হেয়ার”-এ অভিনয়ের জন্যে তিনি এই পুরস্কার লাভ করেন।

৭০তম বার্ষিকী উপলক্ষে পুরস্কার

আমেরিকান অভিনেত্রী নিকোল কিডম্যানকে দেওয়া হলো ৭০তম বার্ষিকী উপলক্ষে পুরস্কার।

Comments