এবার বাফটা মনোনয়নে ‘লা লা ল্যান্ড’

গেল সোমবার গোল্ডেন গ্লোব আসরে অভূতপূর্ব সাফল্যের পর পরিচালক দ্যামিয়েন শ্যাজেলের ‘লা লা ল্যান্ড’ ছবিটি এবার সংবাদ মাধ্যমে আলোচনায় এসেছে ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) পুরস্কারের আসরে সবচে বেশি মনোনয়ন পাওয়ার জন্য।
এই হলিউড মিউজিক্যালটি ‘সেরা ছবি’, ‘সেরা অভিনেতা’ ও ‘সেরা অভিনেত্রী’-সহ মোট ১১টি মনোনয়ন পেয়েছে।
ফরাসি-কানাডীয় চিত্র পরিচালক ডেনিস ভিলেনুভের দার্শনিক-বৈজ্ঞানিক কল্পকাহিনী নিয়ে তৈরি ছবি ‘অ্যারাইভাল’ এবং মার্কিন চিত্রপরিচালক টম ফোর্ডের ডার্ক ড্রামা ‘নকটারনাল অ্যানিমালস’ ছবি দুটি পেয়েছে নয়টি করে মনোনয়ন।
এছাড়াও, ব্রিটিশ চিত্রনির্মাতা কেন লোয়াশের ‘আই, ড্যানিয়েল ব্লেইক’ ছবিটি ‘সেরা পরিচালক’, ‘সেরা চলচ্চিত্র’ ও ‘সেরা ব্রিটিশ চল্চ্চিত্র’সহ পাঁচটি মনোনয়ন পেয়েছে। ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরেমি করবিন এর জন্য লোয়াশকে শুভেচ্ছাও জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি লন্ডনের রয়েল আলর্বাট হলে বসবে বাফটার ৭০তম আসর।
Comments