এমার হাতে এমটিভি পুরস্কার

অভিনয়ের স্বীকৃতি হিসেবে এমটিভির “জেন্ডার-নিউট্রাল” সেরা অভিনয়শিল্পীর পুরস্কারটি জিতে নিলেন “বিউটি অ্যান্ড দ্য বিস্ট”-খ্যাত এমা ওয়াটসন।
লস অ্যাঞ্জেলেসে রবিবার রাতে এই পুরস্কারটি তুলে দেওয়া হয় এমার হাতে।
পুরস্কার হাতে ২৭ বছর বয়সী এমা দর্শকদের উদ্দেশ্যে বলেন, “অভিনয়ের জন্য প্রথমবারের মতো এমন পুরস্কার… যা অভিনেতা বা অভিনেত্রী হিসেবে নয় বরং একজন মানুষ হিসেবে আমাদের যা অর্জন… এটা হলো তার স্বীকৃতি।”
এমটিভির এমন আয়োজনের প্রশংসা করে এমা আরও বলেন, “একজন অভিনয়শিল্পীর জন্যে এই পুরস্কার বিশেষ অর্থ বহন করে। আমার কাছে এর অর্থ হলো একজন মানুষ হিসেবে এটি আমার কর্মদক্ষতার স্বীকৃতি।”
এমটিভির সেরা ছবির পুরস্কারটিও পেয়েছে “বিউটি অ্যান্ড দ্য বিস্ট”। এর পরিচালক বিল কনডন তাঁর বক্তব্যে ধন্যবাদ দেন দর্শকদের। কেননা, তাঁরা এই ছবিটিকে সাদরে গ্রহণ করেছিলেন বলেই আজ তাঁর হাতে উঠেছে সেরা ছবির পুরস্কারটি।
উল্লেখ্য, এবছরই এমটিভি প্রথম বারের মতো একজন অভিনেতা বা অভিনেত্রী হিসেবে নয় বরং একজন অভিনয়শিল্পীর জন্য “জেন্ডার-নিউট্রাল” পুরস্কার ঘোষণা করে। এই পুরস্কারের জন্যে এমাকে পরাজিত করতে হয়েছে “এক্স মেন: অ্যাপোক্যালিপস”-খ্যাত জেমস ম্যাকাভয় এবং “প্রিজনারস”-খ্যাত অস্ট্রেলীয় অভিনেতা হাগ জ্যাকম্যানকে।
Comments