এ সপ্তাহে বক্স অফিসে নতুন ৩ ছবি

চলতি সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিসে এসেছে তিনটি নতুন ছবি। সিনেমাপ্রেমীদের কাছে ছবিগুলো কতটা সাড়া ফেলে সেটার জন্য অপেক্ষা করতে হবে সপ্তাহের বাকি দিনগুলো।
The Dark Tower
“দ্য ডার্ক টাওয়ার” চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিসে এসেছে তিনটি নতুন ছবি। সিনেমাপ্রেমীদের কাছে ছবিগুলো কতটা সাড়া ফেলে সেটার জন্য অপেক্ষা করতে হবে সপ্তাহের বাকি দিনগুলো।

৪ আগস্ট যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে “দ্য ডার্ক টাওয়ার”। স্টেফেন কিংস এর গল্পের ওপর হাল্কাভাবে ভিত্তি করে তৈরি এই বৈজ্ঞানিক কল্পকাহিনিটি এখন পর্যন্ত আয় করেছে ৭.৭ মিলিয়ন ডলার। ছবিটিতে ইদ্রিস এলবা ম্যাথিউ ম্যাককনহের অভিনয়ের প্রশংসা করেছেন সমালোচকরা।

একই দিনে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় প্রখ্যাত অভিনেত্রী হ্যালি বেরির “কিডন্যাপ”। থ্রিলারধর্মী এই ছবিটির এখন পর্যন্ত আয় করেছে ৩.৭ মিলিয়ন ডলার।

২৮ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পায় “ডেট্রিয়ট”। জন বয়েগা ও উইল পলটার অভিনীত এই ক্রাইম মুভিটি আয় করেছে ৩.১ মিলিয়ন ডলার।

তবে, পর পর তৃতীয় সপ্তাহের মতো উত্তর আমেরিকার বক্স অফিসে নিজের শ্রেষ্ঠত্ব জিইয়ে রেখেছে পরিচালক ক্রিস্টোফার নোল্যানের দ্বিতীয় মহাযুদ্ধ ভিত্তিক মহাকাব্য “ডানকারক”।

গেল সপ্তাহে বক্স অফিসে দ্বিতীয় অবস্থানে থাকা ম্যালকম ডি লির কমেডি ছবি “গার্লস ট্রিপ”-এর অবস্থান এখন তৃতীয়স্থানে। আর দ্বিতীয়স্থানে রয়েছে “দ্য প্রিন্স অব ইজিপ্ট”-খ্যাত পরিচালক টনি লিয়ন্ডিসের অ্যানিমেটেড কমেডি “দ্য ইমোজি মুভি”।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

6h ago