এ সপ্তাহে বক্স অফিসে সেরা ১০ ছবি
চলতি সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিসে প্রথম অবস্থানে রয়েছে ফরাসি-কানাডীয় পরিচালক দানি ভিলেনুভের নতুন ধারার বৈজ্ঞানিক কল্পকাহিনি-ভিত্তিক ছবি “ব্লেড রানার ২০৪৯”।
“লা লা ল্যান্ড”-খ্যাত অভিনেতা রায়ান গসলিং অভিনীত “ব্লেড রানার ২০৪৯” ছবিটি সমালোচকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি দর্শক জরিপেও পেয়েছে ভালো নম্বর। রটেন টম্যাটোতে “ব্লেড রানার” ১০ এর মধ্যে পেয়েছে ৮.২ এবং আইএমডিবিতে পেয়েছে ১০ এ ৮.৬।
এ সপ্তাহে বক্স অফিসে দ্বিতীয় অবস্থানে রয়েছে কেট উইন্সলেট এবং ইদ্রিস আলবা অভিনীত অ্যাডভেঞ্চার মুভি “দ্য মাউন্টেন বিটুইন আস”। তৃতীয় অবস্থানে রয়েছে ভৌতিক ছবি “ইট”।গত ৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার সপ্তাহ দুয়েক বক্স অফিসে দাপট দেখিয়েছিলো এ ছবিটি।
বক্স অফিসে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে অ্যানিমেটেড মিউজিক্যাল ফ্যান্টাসি “মাই লিটল পনি: দ্য মুভি” এবং স্পাই কমেডি “কিংসম্যান: দ্য গোল্ডেন সার্কেল”।
শীর্ষ দশে অন্য পাঁচটি সিনেমা হলো যথাক্রমে “আমেরিকান মেড”, “দ্য লেগো নিনজাগো মুভি”, “ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল”, “ফ্লাটলাইনারস” এবং “ব্যাটেল অব দ্য সেক্সেস”।
তথ্যসূত্র: হলিউড রিপোর্টার
Comments