‘ওয়ান্ডার ওম্যান’-এর ভক্তদের জন্যে সুখবর
ভালো খবর এসেছে “ওয়ান্ডার ওম্যান”-এর ভক্তদের জন্যে। খবরটি এসেছে বিখ্যাত চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ওয়ারনার ব্রস পিকচার্স-এর কাছ থেকে।
খবরে প্রকাশ, গত জুনে মুক্তি পাওয়া প্রায় দেড়শ মিলিয়ন ডলারের “ওয়ান্ডার ওম্যান” ছবিটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ৭৮০ মিলিয়নের কাছাকাছি। এতে বেশ অনুপ্রাণিত ছবিটির পরিচালক প্যাটি জেনকিনস ও প্রযোজনা সংস্থা ওয়ারনার ব্রস পিকচার্স। ছবিটি প্যাটি জেনকিনসকে একজন সবোর্চ্চ আয়ের নারী পরিচালক হিসেবেও প্রতিষ্ঠিত করেছে।
তাই ঘোষণা এসেছে সিক্যুয়াল হবে ডিসি কমিকসের বিখ্যাত চরিত্র-ভিত্তিক চলচ্চিত্র “ওয়ান্ডার ওম্যান”-এর। তবে পরিচালক হিসেবে কারো নাম এখনো নিশ্চিত করে ঘোষণা করা হয়নি।
প্রথম “ওয়ান্ডার ওম্যান”-এর অভিনেত্রী গ্যাল গ্যাদতের ফিরে আসার সম্ভাবনার খবরটি গণমাধ্যমে বেশ জোর দিয়েই প্রকাশিত হচ্ছে।
এদিকে, কর্তৃপক্ষ “ওয়ান্ডার ওম্যান টু”-র বিষয়ে বিস্তারিত কিছু বললেও বিনোদন জগতের বিভিন্ন সূত্র বলছে, নতুন ছবিতে ১৯৮০-র দশকের শীতল যুদ্ধে রুশদের বিরুদ্ধে ডায়ানার লড়াইটি দেখা যেতে পারে।
Comments