কানের ‘উন সারটেন প্রাইজ’ পেলেন মোহাম্মদ রাসুলফ

এবারের ৭০তম কান চলচ্চিত্র উৎসবে “উন সারটেন রিগারড প্রাইজ” তুলে দেওয়া হলো “অ্যা ম্যান অব ইনটিগ্রিটি”-র পরিচালক মোহাম্মদ রাসুলফের হাতে।
ইরানের সমাজে ছড়িয়ে পড়া দুর্নীতি এবং এর ফলে নীতিবান মানুষদের দুরাবস্থার গল্প নিয়ে তৈরি করা হয়েছে সিনেমাটি।
ছবিটি নিয়ে “উন সারটেন রিগারড প্রাইজ” বিভাগের এর প্রধান বিচারক উমা তুরমানের মন্তব্য, “এমন বৈচিত্র্যময় ও সুন্দর শিল্পকর্ম আমাদের গর্বিত করে।”
উৎসবের প্রধান পুরস্কার “পালমে দ’ওর” ঘোষণা করা হবে আজ রাতে (২৮ মে) উৎসবের সমাপনী অনুষ্ঠানে।
তথ্যসূত্র: হলিউডরিপোর্টারডটকম
Comments