কান চলচ্চিত্র উৎসব: সেরা পোশাকের তারকারা

প্রতি বছরের মতো এবারও কান চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি আলোচনায় আসছেন লাল গালিচা রাঙানো তারকারা।
১০ দিনব্যাপী এই উৎসবে নতুন ছবির সঙ্গে তারকারা আসছেন নতুন পোশাক আর অভিনব অলঙ্কারের সাজে।
এবছর সেরা পোশাক পরিহিত তারকাদের মধ্যে রয়েছেন মার্কিন ফ্যাশন মডেল বেলা হাদিদ এবং অভিনেত্রী ইলি ফ্যানিং। ২০ বছর বয়সী বেলার পড়নে ছিল আলেক্সান্দ্রে ভতিয়ের-এর ডিজাইন করা হাল্কা গোলাপি রঙের পোশাক।
এদিকে, অভিনেত্রী ইলির গ্রাফিক পোশাকও মুগ্ধ করেছে কানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়া দর্শনার্থীদের।
এছাড়াও, সেরা পোশাক পরিহিত তারকাদের তালিকায় দেখা যায় মার্কিন অভিনেত্রী এমিলি রাতাজকোভস্কি এবং কানাডীয় ফ্যাশন মডেল উইনি হারলোর নাম।
Comments