ঘূর্ণিঝড়ে আক্রান্তদের পাশে তারকারা
যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে সম্প্রতি বয়ে যায় ঘূর্ণিঝড় ইরমা এবং হারভে। এতে আক্রান্ত হন কয়েক লাখ মানুষ। সেই দুর্গতদের সহায়তা করতে হাতে হাত রাখেন দেশটির খ্যাতিমান তারকারা। তাঁরা মাত্র এক ঘণ্টায় সংগ্রহ করেন ১৪ মিলিয়ন ডলারের বেশি।
বিনোদন ম্যাগাজিন টিএমজেড-এর খবরে প্রকাশ, তারকাদের মধ্যে অভিনেতা আল পাচিনো, জর্জ ক্লুনি ও লিওনার্দো ডিক্যাপ্রিও, মডেল সোফিয়া ভেরগারা, সংগীতশিল্পী জাস্টিন টিম্বারলেক, ডিডি, ড্রেক ও জাস্টিন বিবর, লেখক জন স্টেওয়ার্ট, বাস্কেটবল খেলোয়াড় ক্রিস পল জড়ো হয়েছিলেন এক ঘণ্টার একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে।
এছাড়াও, অনুদান নিতে অনেক ভক্তের ফোনের জবাবও দেন তারকারা।
Comments