চীনে নিষিদ্ধ জাস্টিন বিবার
চীনের সংস্কৃতি ব্যুরো ২০ জুলাই এক বার্তায় দেশটিতে কানাডীয় সংগীত ক্রেজ জাস্টিন বিবারকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
খবরে প্রকাশ, বিবারের “অশোভন আচরণ”-এর কারণে চীনে এই তরুণ শিল্পীর অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে।
সংস্কৃতি ব্যুরোর ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় বলা হয় জাস্টিন বিবার “জনমনে বিরক্তি সৃষ্টি করেছে”।
বার্তাটিতে আরও বলা হয়, ২৩ বছর বয়সী এই পপশিল্পীর বিভিন্ন ঘটনার কারণে তাঁকে চীনের মঞ্চে নিষিদ্ধ করা হয়েছে।
বিবারের এক ভক্তের দাবির প্রেক্ষিতে সংস্কৃতি ব্যুরো এই নিষেধাজ্ঞার বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলে, “জাস্টিন বিবার একজন গুণী শিল্পী। তবে তিনি একজন বিতর্কিত তরুণ বিদেশি।”
“আমরা যতদূর জানি, তিনি অনেক অশোভন আচরণ করেন।… চীনে গত অনুষ্ঠানে তিনি জনমনে বিরক্তি সৃষ্টি করেছিলেন,” বলে সেই ব্যাখ্যায় উল্লেখ করা হয়। তবে তিনি কি ধরণের “অশোভন আচরণ” করেছেন তা পরিষ্কার করে বলা হয়নি।
উল্লেখ্য, এ বছরের শেষে জাস্টিন বিবার তাঁর “পারপাস ওয়ার্ল্ড ট্যুর”-এর অংশ হিসেবে জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং হংকং-এ অনুষ্ঠান করার কথা রয়েছে।
তথ্যসূত্র: হলিউড রিপোর্টার
Comments