ছবির খবর: এ সপ্তাহের বক্স অফিসে সেরা ১০
চলতি সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষস্থানে রয়েছে রিয়ান রেনল্ডস এবং সালমা হায়েক অভিনীত “দ্য হিটম্যান’স বডিগার্ড”। গত ১৮ আগস্ট মুক্তি পেয়েই বক্স অফিসে শীর্ষস্থান দখল করেছে এই অ্যাকশন কমেডি ছবিটি।
“দ্য হিটম্যান’স বডিগার্ড”-এর পরের অবস্থানে রয়েছে “অ্যানাবেলি: ক্রিয়েশন”। গত ১১ আগস্ট মুক্তি পাওয়া পরিচালক ডেভিড এফ স্যান্ডবার্গের ছবিটি দর্শক-সমালোচকদের কাছে বেশ সমাদৃত হয়েছে। আইএমডিবি-র রেটিংয়ে এ অতিপ্রাকৃত হরর ছবিটি পেয়েছে ৭.১/১০ এবং রোটেন টমেটোর রেটিংয়ে ৬.১/১০।
বক্স অফিসে তৃতীয়স্থানে রয়েছে কেটি হোমস অভিনীত “লোগান লাকি”। দর্শক-সমালোচকদের কাছে এ ছবিটিও বেশ সমাদৃত হয়েছে। আইএমডিবি-র রেটিংয়ে এই কমেডি ছবিটি পেয়েছে ৭.৫/১০ এবং রোটেন টমেটোর রেটিংয়ে ৭.৬/১০।
এদিকে, গত ২১ জুলাই মুক্তি পাওয়ার পর বক্স অফিস যেন কামড়ে ধরেছে ক্রিস্টোফার নোল্যানের “ডানকারক”। দ্বিতীয় মহাযুদ্ধ-ভিত্তিক ছবিটি এখন বক্স অফিসে চতুর্থ অবস্থানে রয়েছে। আর পঞ্চম অবস্থানে রয়েছে অ্যানিমেটেড কমেডি “নাট জব টু: নাটি বাই নেচার”।
বক্স অফিসের বাকি সেরা পাঁচটি ছবি হলো: যথাক্রমে শিশুদের জন্যে নির্মিত অ্যানিমেটেড কমেডি “দ্য ইমোজি মুভি”, সুপারহিরো-ভিত্তিক ছবি “স্পাইডার-ম্যান: হোমকামিং”, কমেডি ছবি “গার্লস ট্রিপ”, বৈজ্ঞানিক কল্পকাহিনি-ভিত্তিক “দ্য ডার্ক টাওয়ার” এবং থ্রিলার মুভি “উইন্ড রিভার”।
তথ্যসুত্র: হলিউড রিপোর্টার
Comments