জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার টু’-এ টাইটানিকের কেট উইন্সলেট

Kate Winslet and James Cameron
পরিচালক জেমস ক্যামেরনের সঙ্গে অভিনেত্রী কেট উইন্সলেট। ছবি: সংগৃহীত

আবারো “রোজ”-এর সঙ্গে এক হচ্ছেন টাইটানিকের পরিচালক জেমস ক্যামেরন। অস্কার বিজয়ী এই পরিচালক তাঁর নতুন “অ্যাভাটার টু”-তে কাস্ট করেছেন অস্কার বিজয়ী অভিনেত্রী কেট উইন্সলেটকে।

খবরটি নিশ্চিত করেছে বিখ্যাত বিনোদন পোর্টাল দ্য হলিউড রিপোর্টার।

গতকাল (৩ অক্টোবর) পোর্টালটির এক প্রতিবেদনে বলা হয়, পরিচালক ক্যামেরন একইসঙ্গে কাজ করে যাচ্ছেন “অ্যাভাটার”-এর দ্বিতীয় ও তৃতীয় ছবির জন্যে। এরপর, তিনি শুরু করবেন এই সিরিজের চতুর্থ ও পঞ্চম ছবির শুটিং। তবে কেট উইন্সলেটকে কয়টি ছবিতে দেখা যাবে তা এখনো নিশ্চিত করা হয়নি।

১৯৯৭ সালে কেটকে নিয়ে “টাইটানিক”-এর মাধ্যমে চলচ্চিত্র জগতে ইতিহাস সৃষ্টি করেছিলেন ক্যামেরন। এরপর, কেটকে ছেড়ে ক্যামেরন ইতিহাস গড়েন “অ্যাভাটার” দিয়ে।

টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স জানিয়েছে, “অ্যাভাটার টু” মুক্তি পাবে ২০২০ সালের ডিসেম্বরে। এরপর, ২০২১ সালে মুক্তি পাবে “অ্যাভাটার থ্রি”, ২০২৪ সালে “অ্যাভাটার ফোর” এবং ২০২৫ সালে “অ্যাভাটার ফাইভ”।

এদিকে, আগামীকাল ৫ অক্টোবর মুক্তি পাবে কেট উইন্সলেটের “দ্য মাউন্টেন বিটুইন আস”। কেটের বিপরীতে অভিনয় করেছেন স্বনামধন্য অভিনেতা ইদ্রিস আলবা।

Comments

The Daily Star  | English
agent banking role in remittance growth

Agent banking drives rural remittance boom

Bangladesh’s agent banking network is continuing to play a transformative role in the country’s financial system, especially through the channelling of remittances through agent outlets.

14h ago