টম ক্রুজের ‘মমি’ ঢাকায়

টম ক্রুজ অভিনীত হলিউডের অ্যাকশন-অ্যাডভেঞ্চার হরর মুভি “দ্য মমি” দেখা যাবে ঢাকার স্টার সিনেপ্লেক্সে।

টম ক্রুজ অভিনীত হলিউডের অ্যাকশন-অ্যাডভেঞ্চার হরর মুভি “দ্য মমি” দেখা যাবে ঢাকার স্টার সিনেপ্লেক্সে।

ছবিটি ২২ মে অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হলেও এটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ৯ জুন। একই দিনে স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখতে পাবেন ঢাকার দর্শকরা। তবে আমন্ত্রিত অতিথিদের ছবিটির উদ্বোধনী প্রদর্শনী দেখানো হবে এর আগের দিন।

সিনেপ্লেক্সের প্রিমিয়াম হলে দর্শকরা “দ্য মমি” উপভোগ করতে পারবেন ডলবি আটমোস সাউন্ড সিস্টেমে।

ছবিটির পরিচালক অ্যালেক্স কুর্টজম্যান এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “দ্য মমি”-তে টম ক্রুজের অভিনয়ের “জাদু” দেখা যাবে।

ছবিটিকে সত্যি সত্যি ভীতিকর করে উপস্থাপনের জন্যে পরিচালককে নানান কৌশল নিতে হয়েছে। তিনি বলেন “আমি নিজেও টমের একজন বড় ভক্ত। আমি জানি টমের ছবি থেকে আমাদের প্রত্যাশা কী।… তবে গল্পের নায়ককে (টম ক্রুজ) হত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না।”

উল্লেখ্য, গত এক সপ্তাহে বিশ্বব্যাপী ছবিটির প্রচারণার কাজে প্রায় ৮ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে। আর এর অফিসিয়াল ট্রেইলারটি এখন পর্যন্ত পেয়েছে ৩ কোটি ৪১ লাখের বেশি ভিউয়ার।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

9h ago