‘টাইটানিক’-এর গল্প চুরির অভিযোগে মামলা

পরিচালক জেমস ক্যামেরনের বিখ্যাত “টাইটানিক” সিনেমাটির কথা এখনো অনেক চলচ্চিত্রপ্রেমীদের মনে গেঁথে আছে। ক্যামেরনের চোখ দিয়েই বিশ্ববাসী যেন দেখেছিলেন ১৯১২ সালের সেই ভয়ঙ্কর রাতে কি ঘটেছিল সেই জাহাজটিতে।
Cameron
পরিচালক জেমস ক্যামেরন। ছবি: সংগৃহীত

পরিচালক জেমস ক্যামেরনের বিখ্যাত “টাইটানিক” সিনেমাটির কথা এখনো অনেক চলচ্চিত্রপ্রেমীদের মনে গেঁথে আছে। ক্যামেরনের চোখ দিয়েই বিশ্ববাসী যেন দেখেছিলেন ১৯১২ সালের সেই ভয়ঙ্কর রাতে কি ঘটেছিল সেই জাহাজটিতে।

তবে সেই গল্প চুরির অভিযোগে সম্প্রতি ৩০০ মিলিয়ন ডলার রয়েলটি দাবি করে মামলা করা হয়েছে ছবিটির পরিচালকের বিরুদ্ধে।

স্টিফেন কামিংস নামের ফ্লোরিডার এক ব্যক্তি নিজেকে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের একজন সাবেক মাস্টার হিসেবে উল্লেখ করে এই মামলাটি দায়ের করেন।

মামলার নথিতে বলা হয়েছে ১৯৮৭-৮৮ সালের দিকে কামিংস বন্ধুদের কাছে তাঁর দুজন আত্মীয়ের গল্প বলেছিলেন, যাঁরা সেদিন সেই জাহাজে ছিলেন। সেই আত্মীয়ের স্ত্রী দুর্ঘটনা থেকে বেঁচে গেলেও বাঁচতে পারেননি তিনি। ঠিক যেন সিনেমাটির গল্পের মতো।

কামিংস এর দাবি, তাঁর বলা গল্পের মতো করেই সাজানো হয় ১৯৯৭ সালের “টাইটানিক”। তাঁর আত্মীয় জ্যাক ডসন-এর গল্প দ্বারা অনুপ্রাণিত হয়ে যে চরিত্রটি গড়ে তোলা হয়েছিল সেই চরিত্রেই অভিনয় করেন লিওনার্দো ডিক্যাপ্রিও।

তাই মামলায় তিনি দাবি করেন যে “টাইটানিক”-এর গল্পটি আদতে তাঁর এবং এজন্যে সিনেমার মোট রয়েলটির শতকরা ১ ভাগ বা ৩০০ মিলিয়ন ডলার তাঁকে দিতে হবে।

 

তথ্যসূত্র: টিএমজেড

Comments

The Daily Star  | English
30 parties to join Jan 7 polls

30 parties to join Jan 7 polls: EC

Candidates from 30 out 44 registered political parties have submitted nomination papers for the January 7 national election

1h ago