‘টাইটানিক’-এর প্রেমে এখনো বিভোর কেট উইন্সলেট, লিওনার্দো ডিক্যাপ্রিও

Titanic

জেমস ক্যামেরনের “টাইটানিক”-এ প্রেমের অভিনয় করেছিলেন কেট উইন্সলেট, লিওনার্দো ডিক্যাপ্রিও। সেই ইতিহাস বিশ বছরের পুরনো হলেও এখনো সেই পুরনো প্রেমে বিভোর রয়েছেন এই তারকাজুটি।

বিনোদন ম্যাগাজিন ই! অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, “টাইটানিক” মুক্তির এতোগুলো বছর পেরিয়ে গেলেও দীর্ঘদিনের বন্ধু কেট এবং লিওনার্দো এখনো সেই পুরনো প্রেমে বিভোর রয়েছেন। এতে আরও বলা হয়, এই অভিনয় তারকারা এখনো এমন সব “আজব বিষয়” নিয়ে কথা বলেন যা অন্যেরা হয়ত বিশ্বাসই করতে পারবেন না।

ম্যাগাজিনটিকে উইন্সলেট জানান, “এই কদিন আগেও যখন লিওনার্দোর সঙ্গে কথা হলো, আমরা এমন সব কথা বলেছিলাম যা খুবই হাস্যকর মনে হবে। আমরা নিজেরাই এতো হাসাহাসি করেছি যে আপনারা হয়তো ভাবতেও পারবেন না। সত্যিই, আমরা এখনো অনেক হাল্কা দুষ্টুমি করি।”

অপর একটি ম্যাগাজিন গ্লামার-কে অস্কারবিজয়ী এই অভিনেত্রী বলেন, “আমি ও লিওনার্দো অনেক ঘনিষ্ঠ। মাঝে মাঝেই আমরা ‘টাইটানিক’-এর সংলাপগুলো আওড়াই। ঠিক যেমন করে সিনেমাটিতে বলতাম। আমরা এতে অনেক আনন্দ পাই।”

এই তারকাজুটি ২০০৮ সালে “রিভল্যুশনারি রোড” এ অভিনয় করলেও “টাইটানিক” জুটি হিসেবে তাঁরা সারাবিশ্বে সমাদৃত। ১৯৯৭ এ “টাইটানিক” মুক্তি পেলেও ছবিটিতে এ জুটির অভিনয় আজো দর্শকদের হৃদয়ে অম্লান।

Comments

The Daily Star  | English
LDC graduation

Graduation or deferral: Is Bangladesh ready for the post-LDC era?

It now needs to be decided whether Bangladesh should actively pursue a deferral of LDC graduation.

6h ago